হাসিবুর রহমান নবীন বরিশাল থেকে: বরিশাল জেলাধীন বানারীপাড়া উপজেলার চাখর ইউনিয়নের সন্ধ্যানদীর ঘেরপাড় প্রায় ৪০টি পরিবারের গুচ্ছগ্রামে বসবাস। ২০২০ সালে সোনাহার গ্রামে সন্ধ্যানদীর পাড়ে সরকার একটি গুচ্ছগ্রাম তৈরি করে। গ্রামটিতে ৫৩টি ঘরসহ রয়েছে খেলার জায়গা, সুপেয় পানির ও বিদ্যুৎ ব্যাবস্থা। আঁধাপাকা ঘরগুলোর প্রতিটিতে রয়েছে দুটি কক্ষ, একাটি বারান্দা, একটি রান্নাঘর ও টয়লেট। গৃহহীন, দুস্থ্য, গরীব ও অসহায় পরিবার একটি করে ঘরে থাকছে। আবার অনেক পরিবারে সদস্য সংখ্যা বেশি থাকায় আলাদা করে ঘরের সাথে বারান্দা তৈরি করে থাকছে। গুচ্ছগ্রাম ঘুরে দেখা গেছে কেউ কেউ বসতভিটার চারপাশে খালি জায়গায় বিভিন্ন সবজি ও ফলের চাষ করেছে। ঘরের চালে টায়ার পদ্ধতিতে বিভিন্ন সবজি চাষও দেখা গেছে।
গুচ্ছগ্রামবাসী জনিয়েছেন, তাদের গ্রামের ছেলেমেয়েরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে। তবে কিছু কিছু শিশু, শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত থাকছে। এখানকার মহিলারা ও পুরুষ দিনমজুর, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, ভ্যান ও রিক্সা চালকের পেশায় নিয়োজিত। তারা আরো জানান, বর্ষাকালে পাকারাস্তায় উঠতে তাদের কষ্ট হয়। ঘরগুলো মাটি থেকে একটু উঁচু না হওয়ায় বৃষ্টি হলে ঘরে পানি ঢোকে। অনেক ঘরের মেঝে ফেটে গেছে। টয়লেটের ময়লার ট্যাংকগুলো ছোট, তাই অনেক সময় টয়লেটের পানি ঘরে প্রবেশ করে। এলাকাবাসি বলেছেন, অনেকে কিছুদিন থেকে অন্য জায়গায় চলে যান। কেউ এখানে থাকতে চাইছেন না। তারা বলেন, এখানে ইসলামী শিক্ষাকেন্দ্র, মসজিদ, স্বাস্থ্য সেবাকেন্দ্র, রাস্তা সংষ্কার, ঘরগুলো সংষ্কারসহ কবরস্থানের জায়গা প্রয়োজন।