বাভি ডেস্ক: চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার ড্রাফট। সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ড্রাফট শুরু হয় বেলা সাড়ে ১১টায়। ইতোমধ্যে শেষ হয়েছে প্রথম দুই রাউন্ড।
প্রথম রাউন্ডে প্রথম ডাকের সুযোগ পায় দুর্বার রাজশাহী। তারা ডেকে নেয় তাসকিন আহমেদকে। পরের সুযোগে জিসান আলমকেও নিয়ে নেয় তারা।
নিজেদের প্রথম ডাকে সুযোগ পেয়ে লিটন দাসকে টানে ঢাকা ক্যাপিটালস। এরপর হাবিবুর রহমান সোহানকে দলভুক্ত করে রাজধানীর দলটি।
প্রথম সুযোগে চট্টগ্রাম কিংস ভিড়িয়েছে শামিম পাটোয়ারীকে। এরপর পারভেজ ইমনকেকেও টানে তারা।
প্রথম ডাকে খুলনা টাইগার্স দলে নেয় হাসান মাহমুদকে, এরপর নাইম শেখকেও টানে তারা। অন্যদিকে সুযোগে রংপুর রাইডার্স দলে টানে নাহিদ রানাকে।
এছাড়া ফরচুন বরিশাল নিয়ে নেয় মাহমুদউল্লাহ রিয়াদকে। ফলে টানা দ্বিতীয় আসরে একসাথে খেলবেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ।
সিলেট স্ট্রাইকার্স প্রথমে দলে টানে রনি তালুকদারকে। এরপর মাশরাফী বিন মর্তুজাকেও কিনে দলটি।