ঢাকাসোমবার , ১৪ অক্টোবর ২০২৪

সিজোফ্রেনিয়া

প্রতিবেদক
admin
অক্টোবর ১৪, ২০২৪ ৯:৪২ অপরাহ্ণ

বাভি ডেস্ক:  গুরুতর মানসিক রোগ এই সিজোফ্রেনিয়া। অস্বাভাবিক চিন্তা এবং আচরণ এ রোগের বহিঃপ্রকাশ।

বেশিভাগ ক্ষেত্রে সিজোফ্রেনিয়ার লক্ষণগুলো হলো ডিলিউশন এবং হ্যালুসিনেশন অর্থাৎ ভুল ধারণা, অবাস্তব চিন্তাভাবনা, অকারণ সন্দেহ, বিভ্রান্তি, বিড়ম্বনা ইত্যাদি।

আক্রান্ত সব রোগীর লক্ষণ এক হয় না। লক্ষণগুলো রোগীর ওপর নির্ভর করে।

কোনো কোনো রোগীর ক্ষেত্রে এই রোগের লক্ষণগুলো কয়েক মাস বা বছর ধরে ধীরে ধীরে বিকাশ লাভ করতে পারে, বা হঠাৎ করে দেখা দিতে পারে বলে জানান মনোচিকিৎসকরা।

  • রোগী এমন কিছু শুনতে পায় বা দেখতে পায় যেটা বাস্তবে থাকে না, গায়েবি আওয়াজ শোনা এই রোগের প্রধান উপসর্গ।
  • কথা বলা বা লেখায় অদ্ভুত বা অযৌক্তিক ধরন বা আচরণ।
  • গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে উদাসীন বোধ করা।
  • নিজের যত্ন নেয়ার প্রতি উদাসীন হয়ে পড়া
  • কোনো কাজে মনোযোগ না থাকা।
  • আবেগ, অনুভূতি কমে যাওয়া।
  • সন্দেহ-প্রবণতা থাকায় পরিবারের মানুষের সাথেও মেলামেশা কমিয়ে দেয়।

সর্বশেষ - জাতীয়